ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

হাসপাতালে সাবিলা নূর

প্রকাশিত: ২১:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩

হাসপাতালে সাবিলা নূর

সাবিলা নূর।

অভিনেত্রী সাবিলা নূরকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান তিনি অসুস্থ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অভিনেত্রীকে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাবিলার স্বামী নেহাল গণমাধ্যমে বলেন, আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওভাবেই চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু টানা তিন দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না। জ্বর ওঠা–নামার মধ্যেই ছিল। 

আরও পড়ুন :বাসের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

এরপর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ওকে হাসপাতালে ভর্তি করাই। আশঙ্কা করা হয়েছিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে সাবিলা। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ আসে। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ আছে। প্রথমে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কমে গিয়েছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখনো কিছুটা আছে।

এমএম

×