
ছবি: জনকণ্ঠ
গোবিন্দগঞ্জে প্রচণ্ড তাপদাহে খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পুকুরে গোসলে নেমে প্রাণ হারিয়েছে এক কিশোর। রবিবার (১১ মে) দুপুরে পৌর এলাকার বর্ধনকুঠি রাজবাড়ির সরোবর পুকুরে ডুবে যায় সে।
মৃত কিশোরের নাম শাওন (১৩)। সে পাশের সোনারপাড়া মহল্লার বাসিন্দা প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে এবং বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির কারণে শাওন রোববার সকাল ১০টার দিকে খেলতে বের হয়। দুপুর একটার দিকে প্রচণ্ড দাবদাহের কারণে বন্ধুদের সঙ্গে বর্ধনকুঠি রাজবাড়ির সরোবর পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যায়। বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
পরে বেলা তিনটার দিকে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
শহীদ