ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৯:৫৪, ১১ মে ২০২৫; আপডেট: ১৯:৫৪, ১১ মে ২০২৫

আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল

আওয়ামী লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সংগঠনটির যশোর শহর শাখার আয়োজনে আজ রবিবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ হয়। সমাবেশে থেকে নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বরেন করেন। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ডে যেয়ে শেষ হয়।

এর আগে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ জঘন্য দমন-পীড়ন চালিয়েছে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফাঁসি, গ্রেপ্তার এবং হত্যার ঘটনা ঘটেছে। অতীতের ইতিহাস উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, যেভাবে যুগে যুগে অত্যাচারী শাসকগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক সেভাবেই আজ এই দেশে জুলুমবাজ সরকারের পতনের পথ সুগম করেছেন। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জাতির সামনে আওয়ামী লীগের অপরাধের তালিকা তুলে ধরতে বর্তমান সরকারকে আহ্বান জানান।

যশোর শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকি, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

 

রাজু

×