
ম্যাপ।
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)।তবে ঘাতক বাসটি বিয়ানীবাজার থানার চারখাই ক্যাম্প কর্তৃক জনতার সহযোগিতায় আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
তিনি জানান, শুক্রবার ১৫ সেপ্টেম্বর) বিকালের দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএম