ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘গরিব’ কটাক্ষের প্রতিবাদে মুখ খুললেন চারু, জানালেন নিজের অবস্থান

প্রকাশিত: ১৫:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

‘গরিব’ কটাক্ষের প্রতিবাদে মুখ খুললেন চারু, জানালেন নিজের অবস্থান

ছবি: সংগৃহীত

টেলিভিশন অভিনেত্রী চারু আসোপা সম্প্রতি মুম্বাই ছেড়ে রাজস্থানের বিকানেড়ে চলে গেছেন মেয়েকে নিয়ে। নতুন একটি বাড়িও কিনেছেন সেখানেই। আর এতেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং। কেউ বলছে তিনি কেন ট্রেনে নয়, বিমানে ভ্রমণ করলেন, আবার কেউ তার কেনাকাটার ভিডিও ছড়িয়ে ‘গরিব’ বলে কটাক্ষ করছেন। এবার নিজের ব্লগে এই ট্রোলারদের কড়া জবাব দিলেন চারু।

চারু আসোপা তার সাম্প্রতিক ব্লগে বলেন, “আমি তো সবকিছুর আপডেট দিই। কিন্তু লোকে জিজ্ঞেস করছে আমি কেন ট্রেনে নয়, বিমানে গেলাম। সেই ব্র্যান্ডই আমাকে ইনভাইট করেছিল, ওরাই ফ্লাইট বুক করেছিল। আবার কেউ আমার শপিংয়ের ভিডিও বানিয়ে বলছে ‘এই তো গরিব’। আমি তো কখনও বলিনি আমি গরিব। ভগবানের কৃপায় আমি ঠিকঠাক আছি। আমার টিভি থেকে বিরতি নেওয়া ছিল নিজের সিদ্ধান্ত। আমি সহানুভূতি চাইনি।”

তিনি আরও বলেন, “আমি মুম্বাইতেই কাজের বাইরে ছিলাম না। তবে আমি ব্র্যান্ড ডিল, প্রমোশনের মতো বিকল্প কাজ খুঁজছিলাম কারণ ডেইলি সোপে অনেক সময় লাগে, আর আমি আমার মেয়েকে একা রেখে এতটা সময় বাইরে থাকতে পারি না।”

চারু স্পষ্ট করে দেন, “আমি কখনও বলিনি যে আমি মুম্বাইয়ে খরচ চালাতে পারছিলাম না। বরং আমি নিজের সিদ্ধান্তেই বিকানেড়ে বাড়ি কিনেছি, কারণ এটি ভাড়ায় টাকা নষ্ট করার চেয়ে অনেক ভালো আর্থিক সিদ্ধান্ত।”

চারু আসোপা ২০১৯ সালে রাজীব সেনকে বিয়ে করেন। রাজীব বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই। ২০২১ সালে তারা কন্যাসন্তান জিয়ানাকে স্বাগত জানান। এরপর সম্পর্কের টানাপোড়েনের পর ২০২৩ সালের জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

চারুর এই আত্মবিশ্বাসী অবস্থান এবং স্পষ্ট ভাষা সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নিজের পছন্দ ও সিদ্ধান্তের দায় তিনি নিজেই নিচ্ছেন, এবং তা নিয়েই এগিয়ে যেতে চান নতুন জীবনের পথে।

সূত্র: https://shorturl.at/l8yA

মিরাজ খান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার