
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের চশমা জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ভোর রাতে জেলার কসবা উপজেলার নামক স্থানে চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জদ্ধ করা হয়।
বুধবার বিকেলে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল মো: জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়।যার সিজার মূল্য ৭০ লাখ ৩৭ হাজার ৪০০টাকা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা-৩৩৩৬ পিস, ডানম্যাক লাক্সারী চশমা ১৫৭৫ পিস, জিরো বয়েজ চশমা ১৬৯১ পিস, লন্ডন চশমা ৯৬০ পিস এবং কিং চশমা ৮৪০ পিস।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে:কর্ণেল মো: জিয়াউর রহমান জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে (৬০ বিজিবির) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জদ্ধ করা হয়েছে। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রাজু