ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাটখিলে জামায়াতে ইসলামীতে ৬ হাজার লোকের যোগদান 

নিজস্ব সংবাদদাতা, চাটখিল, নোয়াখালী

প্রকাশিত: ০১:১৬, ১ মে ২০২৫

চাটখিলে জামায়াতে ইসলামীতে ৬ হাজার লোকের যোগদান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে চাটখিলে ৬ হাজার লোক যোগদান করেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ তথ্য নিশ্চিত করে জানান, চাটখিল উপজেলার ৯ ইউনিয়ন ও চাটখিল পৌরসভায় ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে ৫ হাজার ৯২৪ জন সহযোগী সদস্য বৃদ্ধি পেয়েছে।

চাটখিল উপজেলা আমীর ও জেলা শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাছান বলেন, ইসলামের আদর্শিক সৌর্ন্দয্য প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে জামায়াতে ইসলামী। সমাজের প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে পরিচালিত গণসংযোগ অভিযানকালে দায়িত্বশীল নেতৃবৃন্দ; ইসলামের শিক্ষা, ইসলামী সমাজের সুফল, ইসলামী সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাধীনতা সহ ইসলামের সামগ্রিক বিষয় সমাজের প্রতিটি মানুষের সামনে তুলে ধরছে। এতে মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান পাওয়ার পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কেও জানতে পেরেছে। 

জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে-মানুষে কোন ভেদাভেদ থাকবে না, কোন বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকল মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সব মানুষের মৌলিক সকল অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ জামায়াতে ইসলামীর অঙ্গিকার। সেই রাষ্ট্র বিনির্মানে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে মানুষ এগিয়ে আসছে। যার কারণে প্রায় ৬ হাজার মানুষ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন।  

চাটখিল পৌর বাজার, খিলপাড়া বাজার সহ গুরুত্বপূর্ণ বাজারে গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্যা, চাটখিল উপজেলা আমীর ও জেলা শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাছান, চাটখিল পৌর আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা আক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো: ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি মো: নূর হোসাইন রিয়াজ, পৌরসভা নায়েবে আমীর মাওলানা রাকীব উদ্দীন, পৌরসভা সেক্রেটারী শাফায়াত হোসাইন সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার