ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মঞ্চে ফিরছেন আফসানা মিমি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২১ নভেম্বর ২০২৩

মঞ্চে ফিরছেন আফসানা মিমি

আফসানা মিমি

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। নব্বই দশক থেকেই টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ তিনি। ৩৩ বছর আগে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে পথচলা শুরু হয় তার।  এরপর মাঝে দীর্ঘ সময় দেখা যায়নি অভিনেত্রীকে। ফের মঞ্চে ফিরছেন তিনি। নায়লা আজাদ নুপুরে নির্দেশনায় ‘দর্পণ’ শিরোনামের নাটকে তাকে মঞ্চে দেখা যাবে। তিনি বলেন, নাগরিক নাট্য সম্প্রদায় আমার দল। এই দলের নতুন নাটক দর্পণ, যেখানে অভিনয় করতে যাচ্ছি। নাটকটি নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ নুপুর আপা। মহড়া চলছে। আশা করছি ভালো কিছু হবে।’ মঞ্চ ও টিভি নাটকের বাইরে সিনেমাতেও এ অভিনেত্রী কাজ করেছেন। 
এদিকে সম্প্রতি ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কেমন লাগছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন,  ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া মানে তো রাষ্ট্রীয় সম্মান পাওয়া। এটি রাষ্ট্রীয় একটি পুরস্কার। অনেকদিন ধরে মঞ্চে, টেলিভিশনে অভিনয় করছি। সিনেমাও করছি। আমি মনে করি, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় পাওয়া। কিন্তু জাতীয় পুরস্কারটাও অনেক গুরুত্বের। এটা আলাদা একটা গুরুত্ব বহন করে।’

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সময় কোনো কথা হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রিয় একটি কাজের জন্য পুরস্কারটি পেয়েছি। প্রিয় মানুষের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ভীষণ প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। প্রিয় মানুষের হাত থেকে পুরস্কার গ্রহণ অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তার অনুভূতি জানিয়েছেন। তাকে বলেছি, বাবাকে নিয়ে এসেছি পুরস্কার নিতে।’

×