
নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক
মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া/ ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া-এ রকম দারুণ কথা ও মুগ্ধতা ছড়ানো সুরের জীবনঘনিষ্ঠ মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করলেন জীবনমুখী গানের কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। গানের গল্পনির্ভর সংগীতচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক এবং তার প্রোডাকশন হাউস প্রেক্ষাগৃহ মিউজিক ফ্যাক্টরি। কথা ও সুর সাজিয়েছেন আমিরুল মোমেনীন মানিক নিজেই। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে ‘মানিক মিউজিক ’নামের ইউটিউব চ্যানেলে ।
গানটি প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে পরকীয়া একটি ব্যাধিতে পরিণত হয়েছে। অসংখ্য সুখী ও সুন্দর পরিবার এই অবক্ষয়ের কারণে ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। আমার কাছে মনে হয় পরকীয়ায় সংসার ভেঙ্গে দেওয়া আর একটি পরিবারের সব সদস্যকে হত্যা করা সমপরিমাণের অপরাধ। ভয়াবহ এই পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আমি ও মানিক দু’জন মিলে গাইলাম ‘নীল পরকীয়া’।