ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় সোনিয়া হোসেইন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ৮ জুন ২০২৩

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় সোনিয়া হোসেইন

সোনিয়া হোসেইন

দীর্ঘ বিরতির পর এবারই প্রথম সরকারি অনুদানের সিনেমায় প্রথম অভিনয় করলেন মডেল, অভিনেত্রী, উপস্থাপক সোনিয়া হোসেইন। সিনেমার নাম ‘১৯৭১ সেইসব দিন’। বেশ কয়েকবছর আগে আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচালনায় ‘ইউটার্ন’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তাকে আর নতুন কোনো সিনেমাতে অভিনয়ে দেখা মিলেনি। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার গল্প ভাবনা প্রয়াত বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক। চিত্রনাট্য রচনা, সংলাপ, কাহিনী বিন্যাস এবং পরিচালনা করেছেন হৃদি হক। এরইমধ্যে ঘোষণা এলো যে আগামী ১৮ আগস্ট সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে বলা যায় একটি অন্যরকম গানে নান্দনিক উপস্থিতি মিলবে সোনিয়া হোসেইনের।

সোনিয়া বলেন, আমি হৃদি আপুর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে এই সিনেমায় চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি নিজেকে যতটা গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই করেছি। আমার কাছে মনে হয়েছে যে সবাই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অনেক অনেক শুভ কামনা রইল আমার অভিনীত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার জন্য এবং হৃদি আপুসহ পুরো টিমের জন্য। এদিকে সোনিয়া হোসেইন এই মুহূর্তে নাটকে অভিনয় কম করছেন। আপাতত নিজের কিছু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে গল্প এবং চরিত্র ভালো পেলে কাজ করার আগ্রহ রয়েছে তার।

×