ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তির অপেক্ষায় ফেরদৌসের ১০ সিনেমা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ৮ জুন ২০২৩

মুক্তির অপেক্ষায় ফেরদৌসের ১০ সিনেমা

ফেরদৌস

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস অভিনীত দশটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। কোনো কোনো সিনেমা ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোনোটির কাজ শেষ, সেন্সরে যাবে। মুক্তির জন্য প্রস্তুত দশটি সিনেমা হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’, ‘আহারে জীবন’, ‘ক্ষমা নেই’, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী’, ‘মাইক’ ও ‘দামপাড়া’। ফেরদৌস বলেন, মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর জন্যও আমিও সবার মতো অপেক্ষা করছি। তবে হয়ত সবার আগে মুক্তি পেতে যাচ্ছে হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি।

ফেরদৌস প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতে অভিনয়ের জন্য। পরবর্তীতে তিনি ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘গঙ্গা যাত্রা’ ও ‘পুত্র’ সিনেমাতে অভিনয়ের জন্য একই সম্মাননায় ভূষিত হন। এদিকে আগামী ১৬ জুনের পর ফেরদৌস ওয়াহিদুজ্জামান ডায়ম-ের পরিচালনায় ‘দখিনো দুয়ার’ সিনেমার বাকি কাজ শেষ করবেন। উল্লেখ্য সর্বোচ্চ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ফেরদৌস। তার সময়কালে এবং তার পরবর্তী সময়কালেও তার চেয়ে বেশি কেউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হননি, যতবার ফেরদৌস ভূষিত হয়েছেন। আবার এদিকে আরও একটি রেকর্ডের সৃষ্টি করেছেন ফেরদৌস। তা হলো বাংলাদেশের চলচ্চিত্রে সকল নায়কদের মধ্যে ফেরদৌসই সর্বাধিক অনুদানের সিনেমাতে অভিনয় করেছেন।

×