
সংগীতশিল্পী অনুপম রায়
এবার ঢাকার এক কনসার্টে গাইবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।
পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে।
এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।
এমএস