
.
নাচে গানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন করা হয় রাজধানীর সবুজবাগে শুক্রবার। ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী রথীন্দ্রনাথ রায় প্রমুখ। জাতীয় সংগীতের সংগে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডে বসবাসকারী ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
পরে মুক্তিযুদ্ধকালীন সত্য ঘটনা অবলম্বনে ‘যুদ্ধ জয়ের কিশোর নায়ক’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের প্রদর্শনী হয়। করোনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে এলাকার যেসকল সাহসী মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।