ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক হতে চান দীঘি

প্রকাশিত: ১৩:১০, ১৭ আগস্ট ২০২২

সাংবাদিক হতে চান দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ভালো লেগে যায় প্রার্থনা ফারদিন দীঘির। তাই এবার পড়াশুনাও শুরু করে দিয়েছেন তিনি। এ লক্ষ্যে উচ্চমাধ্যমিকে পাস করার পর এবার মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন দীঘি।

দীঘি গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে স্নাতকে ভর্তি হয়েছেন। এই নায়িকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। 

প্রার্থনা ফারদিন বলেন, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। আমার জন্য প্রার্থনা করবেন।’

দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে।

এদিকে ১৫ বছর পর সেই ছোট্ট দীঘির এবার নায়িকা হিসেবে গত বছরের মার্চে অভিষেক হয়েছে। বর্তমানে তার হাতে আছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম।

এমএইচ

×