ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডায়ালিসিস শুরু হচ্ছে সৌমিত্রের

প্রকাশিত: ২০:১৬, ২৮ অক্টোবর ২০২০

ডায়ালিসিস শুরু হচ্ছে সৌমিত্রের

অনলাইন রিপোর্টার ॥ ভারতের বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ অবনতি বা উন্নতি হয়নি। স্থিতিশীল থাকলেও ডায়ালিসিস শুরু করছেন চিকিৎসকরা। জানা যায়, অভিনেতার মূত্রের পরিমাণ কম হওয়ায় স্বল্প সময়ের জন্য একাধিকবার ডায়ালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বেলভিউ হাসপাতালের মেডিকেল বুলেটিনে এটি জানানো হয়েছে। অশীতিপর সৌমিত্রের শরীরের অন্যান্য মাপকাঠি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে বুলেটিনে। বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। পরে করোনা নেগেটিভ হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়। পাশাপাশি তার কিডনির সমস্যাও ধরা পড়েছে। ফলে মূত্রের পরিমাণ কমে গেছে। সূত্র: আনন্দবাজার
×