ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পুরনো গানে রিয়াজ-মাহি

প্রকাশিত: ০৪:০৪, ২২ ডিসেম্বর ২০১৫

পুরনো গানে রিয়াজ-মাহি

স্টাফ রিপোর্টার॥ আগামী বছরের শুরুর দিকে বড়পর্দায় দেখা যাবে রিয়াজ-মাহি জুটির প্রথম রসায়ন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। সম্প্রতি ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের একটি গানে সঙ্গে ঠোঁট মিলিয়েছেন রিয়াজ ও মাহি। গানের শুরুর কথা এরকম ‘অলিতে গলিতে দেখা পরিচয়,ঠিকানা লেনদেন,হৃদয়ের কোনো ঠিকানা থাকে না,কথাটা কী বুঝলেন,এ কথা জেনেও হাঁটাহাটি করি, ভূতের গলিটা খুঁজি, তোমার দেখা পেয়ে যাবো আমি,হঠাৎ করেই বুঝি,ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে, তিন নম্বর ভূতের গলি এটুকু মনে আছে। গানটির নাম ‘ঠিকানা আমার’। হুমায়ূন আহমেদের লেখা এই গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে তারই উপন্যাস অবলম্বনে তৈরি করা ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। পরিচালক সূত্রে জানা যায়, ‘ঠিকানা আমার’ গানটিতে নতুনভাবে সুর দিয়েছেন ও গেয়েছেন এস আই টুটুল। এর আগে একই লিরিকে সুর দিয়েছিলেন ইমন সাহা। তার সুরে কিশোর ও কোনাল গানটি গেয়েছিলেন যদি ভালো না লাগে তো দিও না মন টেলিফিল্মে। পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নোবেল ও পূর্ণিমা। এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নবেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিলো শাওনের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। রিয়াজের অসুস্থতার কারণে দৃশ্যধারণে বিলম্ব হওয়ায় চলচ্চিত্র মুক্তি পিছিয়ে গেছে।
×