ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মন্দিরার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ২৬ জুলাই ২০২৫

মন্দিরার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

নায়িকা মন্দিরা চক্রবর্তী

নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীল চক্র’ মুক্তি পায় চলতি বছরের ৭ জুন ঈদ উপলক্ষে। মিঠু খান পরিচালিত এ সিনেমায় মন্দিরা চক্রবর্তীর নায়ক ছিলেন আরিফিন শুভ। এই সিনেমাতে অভিনয়ের জন্য দুটি সংগঠন থেকে পরপর দুবার পুরস্কৃত হয়েছেন মন্দিরা। প্রথম বেস্ট অ্যাকট্রেসের স্বীকৃতি লাভ করেন ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডসের আয়োজনে।

পরবর্তীতে শুক্রবার ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড সিজন ফোরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফর ফিল্ম স্বীকৃতি লাভ করেন। পরপর দুটি শ্রেষ্ঠত্বর স্বীকৃতি প্রাপ্তি প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী বলেন, আমি অভিভূত, আমি মুগ্ধ।
‘নীল চক্র’ মুক্তির পর থেকেই দর্শকের কাছ থেকে আমি ভীষণ সাড়া পেয়ে আসছি। সিনেমাটি যতদিন হলে চলেছে ততদিনই নানান মাধ্যমে এতে অভিনয়ের জন্য আমি সাড়া পেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। কাজের প্রতি ডেডিকেশন আমার আরও অনেক বেড়ে গেছে। আর এই ডেডিকেশনকে ধরে রাখতে, আরও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই যে পরপর দুটি সংগঠন কর্তৃক সম্মাননা পাওয়া।

ধন্যবাদ জানাই যারা আমাকে অভিনয়ের জন্য ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন। এই প্রাপ্তিই আসলে আগামীদিনে আরও ভালো ভালো সিনেমায় কাজ করার অনুপ্রেরণা। আমার বাবা আর মায়ের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করছি তারা যেন সুস্থভাবে আমার মাথার ওপর ছায়া হয়ে থাকেন।

প্যানেল হু

×