ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

উচ্ছ্বসিত মেহজাবীন-রাজীব

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ২৬ জুলাই ২০২৫

উচ্ছ্বসিত মেহজাবীন-রাজীব

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব

এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের। যদিও প্রেম ছিল ১৩ বছর ধরে। বিয়ের পর দেশের বাইরে বেশ জমিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সেসব সফরের ছবি পোস্ট করেন তারা। বিশেষ করে মেহজাবীন। কখনো সমুদ্রের ধারে, কখনো ল্যাভেন্ডার বাগানে তাদের প্রেমময় মুহূর্তের ছবি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাও প্রিয় তারকা দম্পতির ছবি দেখে আপ্লুত হন, সুন্দর সুন্দর মন্তব্য করেন।
এবার সুদূর ইতালির মনোরম লেইক কমো থেকে ধারণ করা বেশকিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন। শুক্রবার এই অভিনেত্রী স্বামী আদনান আল রাজীবের সঙ্গে তোলা বেশকিছু মিষ্টি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। অভিনেত্রী জানিয়েছেন, এগুলো তাদের হানিমুনের ছবি। পোস্টে তিনি লিখেছেন, আমি সবসময় শুনেছি, লেক কোমো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটি। বিশেষ করে দম্পতিদের জন্য। 
তাই আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম এটি। সত্যি বলতে, এটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা ভাগ্যবান যে, আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্ত...যা আমি কখনই ভুলব না। নীলচে জলরাশির সঙ্গে মেহজাবীনের নীলচে পোশাক তৈরি করেছে চমৎকার আবহ। রাজীবের পরনে কালো পোশাক। হানিমুনে দুজনেই উচ্ছ্বসিত। পোস্টের নিচে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, খুব সুন্দর লাগছে। কেউ লিখেছেন, দারুণ জুটি।

প্যানেল হু

×