ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

বাবা হতে চলেছেন জিৎ

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বাবা হতে চলেছেন জিৎ

অভিনেতা জিৎ। ছবি: সংগৃহীত।

অভিনেতা জিৎ ফের বাবা হতে চলেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্ত্রীর বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেতা।

২০১১ সালে লক্ষ্ণৌর একটি স্কুলের শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নায়ক  জিৎ। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। এবার দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন জিৎ ও মোহনা।ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়,  জিৎ, স্ত্রী মোহনা এবং তাদের সঙ্গে রয়েছেন প্রথম সন্তানও। সবারই পরনে সবুজ রঙের পোশাক। স্ত্রীর বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ—এমন ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে।

পোস্টে এই অভিনেতা লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে। আমরা অপেক্ষা করছি, আমাদের অনাগত সন্তানের। সবার প্রার্থনা চাই।’আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে জিৎ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। সিনেমার প্রথম লুক পোস্টার গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি ছোট পর্দার পরিচালক সঞ্জয় সমাদ্দার।

এম হাসান

×