ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় থিয়েটার ৫২’র নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ১৭ সেপ্টেম্বর ২০২২

শিল্পকলায় থিয়েটার ৫২’র নাটক

‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের একটি দৃশ্য

থিয়েটার ৫২র প্রথম প্রযোজনা নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসেনির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশরচনা করেছেন বদরুজ্জামান আলমগীরনাটকটির ২৬তম মঞ্চায়ন রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল সন্ধ্যায় সাড়ে ৭টায়নির্দেশক জানান, বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথষ্ক্রিয়া ঘটেছে এই নাটকেনাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে এগিয়ে যায়বাকি চরিত্রগুলো বাংলার গ্রাম ও সংস্কৃতি বাহক কাজ করেএখানে পাকিস্তানী ও রাজাকারদের হিং¯্রতার ছবি তুলে ধরা হয়েছেঅন্যদিকে, স্বাধীনতার পরবর্তী অবস্থাও দেখানো হয়েছে

যা এখনও এই সমাজ ও সময়ের সঙ্গে মিল রয়েছেনাটকের অভিনয়শিল্পীরা হলেন রুবাইয়া মঞ্জুর, মোঃ নজরুল ইসলাম, সুরভী রায়, আদিব মজলিশ খান, আরিয়ান শাকিল, মোহাম্মদ নাদিম হাসান, বনানী সাহা, মোঃ শিবলী সাদিক, জেকি আক্তার, মরিয়ম আক্তার, অপূর্ব রায়, মোঃ রবিউল মোসাঃ সুমা, ইসলাম, মোঃ তাসনিম হোসাইন, এস. এম. আব্দুল্লা রিফাত, দেবজ্যোতি রায় বিশাল, অপু রায়, ও হাকিম হাসান সানিসেট ও প্রপস পরিকল্পনা পলাশ হেনড্রি সেনলাইট মিজানুর রহমান, পোশাক আফছান আনোয়ারকোরিওগ্রাফ কামরুল হাসান ফেরদৌস, রবিন বসাক ও নূরে খোদা মাসুক সিদ্দিকসঙ্গীত পরিচালনা এ.বি.এস.জেম

×