ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মুক্তিযোদ্ধাদের অর্জন শিশুদের জানাতে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র ‘আমার দেশ, আমার গর্ব’ প্রতিযোগিতা

প্রকাশিত: ১৮:০২, ২৬ জানুয়ারি ২০২৩

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র ‘আমার দেশ, আমার গর্ব’ প্রতিযোগিতা

প্রতিযোগিতা

তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে সম্প্রতি দেশব্যাপী ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য ‘আমার দেশ, আমার গর্ব’ শীর্ষক এক প্রতিযোগিতার আয়োজন করেছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। স্বাধীনতা, বিজয়, দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়ে তরুণদের ভাবনাকে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

প্রতিযোগিতাটি বৃহস্পতিবার ২৬ জানুয়ারি থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে। 

দেশের জন্য আত্মত্যাগ করেছেন এমন সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করবে বাংলাদেশ। এই দিনটি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এমন বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও বীরত্বকে স্মরণ করার অভুতপূর্ব সুযোগ নিয়ে আসে। তাই, স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু ও তরুণদের মাঝে দেশপ্রেম ও অহংকারের বোধ পুনর্জাগ্রত করতে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য অনন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে https://tinyurl.com/559fau7u এই লিঙ্ক থেকে ফরম পূরণ করতে হবে এবং ৫০-৬০ শব্দের মধ্যে দেশপ্রেম সম্পর্কে নিজেদের অনুভূতি শেয়ার করতে হবে। একইসাথে, প্রতিযোগীদের, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের জাতীয় পতাকা বা যেকোনো জাতীয় স্তম্ভের সামনে দাঁড়িয়ে তোলা সেলফি অথবা দেশের প্রতিনিধিত্ব করে নিজের এমন ফেস-পেইন্টিংয়ের ছবি, #স্যাক্রিফাইস বা #ফ্রিডম দিয়ে শেয়ার করতে হবে। 

এ প্রতিযোগিতা নিয়ে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার কে-১২ স্কুল প্রিন্সিপাল ড. শিবানন্দ সি এস বলেন, “স্বাধীনতা দিবস দেশাত্মবোধ ও দেশপ্রেমকে বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুলগুলোর উচিত দেশের বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও গৌরবময় অর্জন সম্পর্কে শিশুদের জানাতে এই সুযোগ কাজে লাগানো। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারলে তারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আরও গভীরভাবে অনুভব করতে পারবে। আমরা আশা করছি, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুরা বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে বুঝতে, ধারণ করতে ও উদযাপন করতে পারবে।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের জন্য বিজয়ী হিসেবে আইপ্যাড থেকে শুরু করে নানা সারপ্রাইজ গিফট জিতে নেয়ার আকর্ষণীয় সুযোগ রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আগামী ৭ মার্চের মধ্যে।   

 

 

এমএস

monarchmart
monarchmart