ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াই ঘণ্টায় সূচক নিম্নমুখী প্রবণতায় লেনদেনে ধীরগতি

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১২:৫১, ১৫ মে ২০২৫

আড়াই ঘণ্টায় সূচক নিম্নমুখী প্রবণতায় লেনদেনে ধীরগতি

ছ‌বি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা স‌া‌ড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯৭ দশ‌মিক ৩২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪৪নও ১৭৮০ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৮ কোটি ৮৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ কোম্পানির শেয়ারদর।

এএইচএ

×