অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয় ধাপের ক্ষুদ্র ঋণ বিতরণে গতি না থাকায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সিএমএসএমই ঋণ বিতরণ সংক্রান্ত একটি বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির।