ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গড়তে হবে ভবিষ্যৎ

প্রকাশিত: ১১:৩৭, ৩১ জানুয়ারি ২০১৯

গড়তে হবে ভবিষ্যৎ

প্রেম ভালবাসা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মানুষের সহজাত প্রকৃতি। প্রেম ভালবাসায় দোষের কিছুই নেই। কিন্তু যে সময়টার পরিশ্রমে ভবিষ্যত গড়ার পথে এগিয়ে যায়, সেই সময় আমরা যদি ব্যস্ত থাকি সমবয়সী কারও সঙ্গে প্রেম ভালবাসায়, তাহলে আমাদের ভবিষ্যত গঠন হবে না। সে জন্যই অপ্রাপ্ত বয়সের প্রেম ভালবাসার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা হয়ে যাচ্ছি প্রযুক্তিনির্ভর, প্রযুক্তি কেন্দ্রিক। রাত জেগে ফেসবুকিং, ইউটিউবিং আমাদের নিয়ে যাচ্ছে এক অসুস্থ পরিবেশের দিকে। এই কথা বলার কারণ হলো, এই ফেসবুকের মাধ্যমেই গড়ে ওঠে বেশির ভাগ সম্পর্কগুলো। যা গভীর হতে হতে অনৈতিক পর্যায়ে গিয়ে দাঁড়ায়। পরিবারের অগোচরে আমার-আপনার সন্তান লেখাপড়া-অধ্যয়ন সাধনা ছেড়ে এক অন্য জগতে আরোহন করে। এক্ষেত্রে অভিভাবকদের দায় এড়ানোর কোন সুযোগ নেই। সন্তানের দিকে লক্ষ্যে রাখতে হবে। সে রাত জেগে কি করে! সে অনেক রাত পর্যন্ত কথা বলে কি-না! সারাক্ষণ হাতে মোবাইল কেন! এই প্রশ্নগুলো করতে হবে। রাগের সঙ্গে নয় বন্ধুর মতো মিশে। শেয়ারিং-কেয়ারিং পর্যায়ে যেতে হবে। যাতে করে ছেলে-মেয়ে কারও মোহে আছে কি না এসব যেন নির্ভয়ে বলতে পারে। অভিভাবকরাও বোঝাবেন নিজ অবস্থান থেকে ব্যাখ্যামূলকভাবে। আপনার সন্তানের মধ্যে একটা স্বপ্নের বীজ বুনুন সেই স্বপ্নকে পরিচর্চা করুন, বাস্তবায়নের দায়িত্ব নিজের হয়ে দাঁড়াবে। তাকে বোঝাবেন এই সময়ের গুরুত্বটা, এই সময়ের সঠিক ব্যবহার করলে ভবিষ্যতে অন্যরা তোমায় গুরত্ব দেবে। স্বপ্ন কখনও গল্পের মতো বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন পূরণে পরিশ্রম-ত্যাগ-অধ্যবসায় জরুরী। নিজেদের সচেতনতা বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ আচরণে একাকিত্বকে জয় করা সম্ভব। কেননা একাকিত্বকে দূর করার জন্যই প্রথমে একটি ছেলে একটি মেয়েকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, এক সময় তা অনৈতিক প্রেমে গড়ায়। অতি আবেগে মাঝে মাঝে প্রাণ নাশের ঘটনাও ঘটে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে ভাল মানুষ হতে বাবা মায়ের আন্তরিকতা বন্ধুত্বপূর্ণ আচরণ টিনএজ প্রেম ভালবাসার কুফল থেকে দূরে রাখতে পারে পরবর্তী প্রজন্মকে। ভালবাসার সম্পর্ক গড়ে উঠুক বাবা মায়ের প্রতি পরিবারের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি দশের প্রতি। তবেই মানবিক সমাজ গড়ার আন্দোলন সফল হবে। কাপাসিয়া, গাজীপুর থেকে
×