ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদ নির্বাচন

টুটুল মাহফুজ

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ এপ্রিল ২০২৪

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদ নির্বাচন

.

বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) ছাত্র পরিষদের ঢাকা রিজিওনাল কমিটি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান (শাহ্)  গত এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ কেন্দ্রীয় সিএ ছাত্র পরিষদের অফিস (৩৩ তোপখানা রোড পল্টন, মেহেরবা প্লাজা) প্রেসিডেন্ট মো. রেজাউল আজাদ, জেনারেল সেক্রেটারি মো. হেদায়েতুল ইসলাম, ফরমেশন কমিটির চেয়ারম্যান মো. শামসুজ্জামান আক্তারের উপস্থিতিতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মেম্বার সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন হাসিবুল হাসান, কো-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসাইন, মো. মোখলেসুর রহমান মো. রাকিব চৌধুরী। নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন সাইদা জাহিন আশা, মো. শামিম আহমেদ, মো. আলমাস, প্রতীক রয়, মো. জালাল উদ্দিন ভূঁইয়া এবং মো. শাহবুদ্দিন মীর। বাংলাদেশ কেন্দ্রীয় সিএ ছাত্র পরিষদের অধীনে ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসাবে মো. মেহেদী হাসান (শাহ্) আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত চেয়ারম্যান মো. মেহেদী হাসান (শাহ্) বলেন সিএ ছাত্র/ছাত্রীদের অধিকার আদায়ের লক্ষ্যে সিএ ছাত্র পরিষদের বর্তমান প্রেসিডেন্ট মো. রেজাউল আজাদের পরামর্শে নিঃস্বার্থভাবে কাজ করে যাব।

পৃথিবীতে যে টি পেশা বেশ সম্মানজনক চাহিদাসম্পন্ন তার মধ্যে একটি হলো সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট পেশাটি। সারা বাংলাদেশে আইসিএবি এর বিভাগীয় শাখা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী খুলনার অধীনে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যায়নরত আছে। বাংলাদেশ সিএ ছাত্র পরিষদ (BCACP) সংগঠনটি জন্মলগ্ন থেকেই সিএ ছাত্রদের সকল সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে আসছে। বর্তমান বাংলাদেশ কেন্দ্রীয় সিএ ছাত্র পরিষদ (BCACP 2023-25) আজাদ-হেদায়েত প্যানেলের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের সকল সিএ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের লক্ষ্যে অবিচল সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ১৯৭৩ সালে বাংলাদেশ সিএ ছাত্র পরিষদ (BCACP) সাংবিধানিকভাবে স্বীকৃতি লাভ করে। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম মো. আনোয়ার হোসেন।

 

×