ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছবির গল্প ॥ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ

প্রকাশিত: ০৬:২৯, ১০ জুন ২০১৬

ছবির গল্প ॥ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ

বলা যায়, ভাসমান মহানগরী হারমনি অব দ্য সিস। বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারি জাহাজ এটি। গত ১৭ মে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে চোখ ধাঁধানো এ জাহাজটির উদ্বোধন করা হয়। এক হাজার ১৮৭ ফুট লম্বা ও ২৩০ ফুট উচ্চতার জাহাজটি ছয় হাজার ৭৮০ যাত্রী বহন করতে সক্ষম। জাহাজটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। নির্মাণে কাজ করেছেন ২ হাজার ৫শ’ শ্রমিক। এ জাহাজ নির্মানে ব্যয় হয়েছে ৭শ’ মিলিয়ন পাউন্ড। বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ভ্রমণ জাহাজ এটি। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস অ৩৮০ -তে সিটের সংখ্যা ৫২৫। তুলনা দিতে গেলে বলা যায়, হারমনি অব দ্য সিস এর চেয়েও দশগুণ বেশি যাত্রী বহন করতে পারবে। দ্রুততার দিক থেকে জাহাজটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছোটে। এতে রয়েছে মোট ১৮টি ডেক। এর মধ্যে ১৬টি ডেকে রয়েছে ২ হাজার ৭৪৭টি কেবিন। যা কিনা বর্তমানে যে কোন জাহাজের চেয়ে অনেক বেশি। জাহাজের মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে রয়েছে সাড়ে দশ হাজারের বেশি উদ্ভিদ, ৪৮টি আঙুরগাছ ও ৫২টি বড় গাছ। এগুলোর কোন কোনটি ২০ ফুট পর্যন্ত লম্বা।
×