ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৫:২৮, ২৫ মে ২০২২

ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকার আব্দুস সবুরের ভাড়া দেওয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভাড়া বাড়ির ১২টি কক্ষ পুড়ে গেছে। আজ বুধবার (২৫ মে ) সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, সকালের দিকে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর এলাকায় আব্দুস সবুরের ভাড়া দেওয়া বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে ১২ টি কক্ষ পুরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেলেও বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, সকালের দিকে স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে সাথেই চলে যাই।প্রায় এক ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তবে ১২ টি পরিবারে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
×