ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিয়ামত আলী

স্বাধীনতা যুদ্ধের অনন্য দলিল

প্রকাশিত: ২১:৩১, ২০ মে ২০২২

স্বাধীনতা যুদ্ধের অনন্য দলিল

৩৩ বছর ধরে সুইডেনে বসবাস করছেন নিভৃতচারী সাংবাদিক ও লেখক দেলওয়ার হোসেন। আশির দশকের প্রারম্ভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরুর সময় থেকেই যুক্ত হন সাংবাদিকতায়। শেষাবধি সাংবাদিকতাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন। এবং প্রবাস জীবনেও সক্রিয় থেকেছেন এই পেশায়। এ বছর একুশের বই মেলায় তিনি বের করলেন তার প্রথম বই সন্তানহারা এক মায়ের আত্মাহুতি, মোর নয়া মিয়া আর ফিরি আসপে না। ’৭১-এ সৈয়দপুরে শহীদ বাবার সন্তান দেলওয়ার হোসেন তাঁর পরিবারের আত্মত্যাগের বিয়োগান্তক পরিণতিকে উপজীব্য করে তাঁর বইয়ে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের দালিলিক ক্যানভাস পয়মন্তরূপে তার বাবা ডাঃ এম এ আজিজ সরকার ওরফে নয়া মিয়ার দুর্দমনীয় স্বাধিকার চেতনার যে আখ্যান তিনি তুলে ধরেছেন তার বইয়ে, তা নাম না জানা লাখো বীর শহীদের লাশের স্তূপে চাপাপড়া ছিল। এই বইটি প্রকাশিত না হলে এই বীর ও তার পরিবারের আত্মত্যাগের ইতিহাস জাতির কাছে অজানাই থেকে যেত। প্রখ্যাত ইতিহাসবিদ ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মুনতাসীর মামুনের সুচারু সম্পাদনা এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী হাশেম খানের আঁকা প্রচ্ছদ বইটিকে দিয়েছে এক ভিন্নতর উচ্চতা। লেখক তাঁর লেখনীর সংবেদনশীল ভাবধারা- এবং লেখকীর মুন্সিয়ানায় তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের নানা উপাখ্যান। ধ্বংস, হত্যাযজ্ঞ, যুদ্ধ, যুদ্ধসময়কালীন কিছু ঘটনা দিনলিপি এবং ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দলিল। তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতায় পরিপুষ্ট প্রাঞ্জল উপস্থাপনায় একের পর একএপিসোডের সুনিপুণ বুননে ঋদ্ধ হয়েছে বইটির প্রতিটি পৃষ্ঠার আকর্ষণীয় উপাদান, যা পাঠকের হৃদয়কে দ্রুত স্পর্শকাতর করে তুলবে এবং অনন্য সুন্দর একটি বই পড়ার তুষ্টি নিবারণ ও সংগ্রহে রাখার স্পৃহাকে অনিবার্য করে তুলবে। স্বাধীনতা সংগ্রামের ৬৬ সালের পর্ব থেকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা অধ্যায়, তথ্য ও দলিল সম্পর্কে অজ্ঞ প্রজন্মের জন্য বইটি একটি রেফারেন্স বই হিসেবেও কাজ করবে। পাওয়া যাবে মুক্তিযুদ্ধ পূর্ব ও উত্তরকালের সংক্ষিপ্ত ইতিহাস। বইয়ের পটভূমি সৈয়দপুরের মুক্তিযুদ্ধ’ হলেও লেখক একাত্তরের ক্যানভাসে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন সারা দেশের স্বাধীনতা যুদ্ধের এক অনবদ্য ও সচিত্র প্রতিবেদন। তিনি লিখেছেন- বিহারি- অবাঙালী ও হানাদার বাহিনীর হাতে পৈশাচিক হত্যাযজ্ঞের শিকার চার হাজারেরও অধিক শহীদ ও শহীদ পরিবারের অনেকের নৃশংস হত্যাকা-, ৪১৩ জন মাড়োয়ারি হত্যাযজ্ঞ- গোলাহাট ট্রেন ট্রাজেডি, সেনানিবাসে বাঙালী সৈনিকদের হত্যা, রংপুরের নিসবেতগঞ্জ বধ্যভূমিতে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ, সেখান থেকে দৈবক্রমে বেঁচে আসা ব্যক্তির বর্ণনা, সৈয়দপুর রেল কারখানায় বয়লারে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা, সেনানিবাসের বন্দী শিবিরে পৈশাচিক নির্যাতন, সৈয়দপুরে নিজের বাবার স্বাধীনতার পতাকা উত্তোলন, বাঙালীদের প্রতিরোধ যুদ্ধের সূচনা- আত্মত্যাগে অকুতোভয় যোদ্ধা বীর মাহাতাব বেগ, উচ্ছে চাচা, আয়েজ উদ্দিন চাচা, প্রমুখ স্বাধীনতাকামী বীর যোদ্ধার ও শহীদ পরিবারের কথা, স্কুলে বিহারিদের উর্দু মিডিয়াম চালুর দাবি, উঁচু ও নিচু কলোনির ট্র্যাজেডি, আব্বার ডিসপেনসারি। জাহাঙ্গীর মেডিক্যাল হল, উচ্ছে চাচা ও তার বাবা ওমর আলীর দ্রোহ, আব্বার স্বাধীনতার পতাকা তৈরি এবং, বিতরণ এবং উত্তোলন ও ঘরে দুর্গ খুঁড়ে স্বাধীনতার জন্য প্রতিরোধ যুদ্ধে স্বেচ্ছায় আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণ ইত্যাদির মতো অসংখ্য ছোট ছোট অবিশ্বাস্য বীরত্বপূর্ণ ঘটনার বর্ণনা। তার সঙ্গে ’৬৬-এর ছয় দফা এবং আমার শিশুকাল, ’৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান ১৯৭০ সালের নির্বাচন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের গণহত্যা, বঙ্গবন্ধুর গ্রেফতার ও স্বাধীনতা ঘোষণা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র, ১১টি সেক্টর গঠন ও এর বিশদ বর্ণনা, শরণার্থীদের আশ্রায়ণ, মিত্র বাহিনী ও তার নায়কদের অবদান-পরিচিতি। নরপশু কুখ্যাত পাকিস্তানী জেনারেলদের পরিচিতিসহ তাদের কুকর্মের আমলনামা, আত্মসমর্পণের দলিল, মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের ভূমিকা, ’৭৪ সালে বঙ্গবন্ধু হত্যার নীলনক্সার তথ্য প্রকাশসহ কি নেই এই বইতে, যার প্রাচুর্যই বইটির গ্রহণযোগ্যতাকে অপরিহার্য করে তুলবে পাঠকের কাছে। এ কথা বলা যায় নিঃসন্দেহে। নির্দ্বিধায় বলা যায়, লেখকের ঐকান্তিক প্রচেষ্টা ও ইচ্ছায় বাংলাদেশ পেল স্বাধীনতা যুদ্ধের আরও এক অনন্য দলিল যা বর্তমান ও আগামীর প্রজন্মকে সমানভাবে উদ্বুদ্ধ করবে এবং জানাবে তাদের পূর্বপূরুষদের ত্যাগ ও বীরত্বের কথা- মোর নয়া মিয়া আর ফিরি আসপে না। ২০২২ সালের একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে ছায়াবীথি’ প্রকাশনী। বইটির মূল্য ৬০০ টাকা। গ্রন্থমেলায় ছায়াবীথির ৫৬১-৫৬৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও ‘রকমারি ডটকম’-এর মাধ্যমে অনলাইনেও রয়েছে বইটি।
×