স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে উত্তরা মোটর্স লিমিটেডের আয়োজনে ‘সুজুকি উইন্টার ফেয়ার’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সসাড়ে ১১টায় নগরভবনের গ্রিন প্লাজায় তিনদিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ। পরে অতিথিরা মেলায় প্রদর্শিত গাড়ী পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলার সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মি. চিরঞ্জীব রায়, রাজশাহীর শাখা ব্যবস্থাপক তাজুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক (বিক্রয়) মিজানুর রহমান, জোনাল ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, নির্বাহী বিক্রয় (সুজুকি কার) মশিউর রহমান, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফ চৌধুরী উপস্থিত ছিলেন।