স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা ভাল যাচ্ছে না বিরাট কোহলির। আইপিএল ও টি২০ বিশ^কাপের পর ছোট্ট ফরমেটের নেতৃত্ব ছাড়ার পর ওয়াডের দায়িত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলে সৌরভ গাঙ্গুলীর বোর্ড (বিসিসিআই)। দক্ষিণ আফ্রিকায় ২-১ সিরিজ হেরে টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান। ভারতীয় ক্রিকেটে এখন তিনি একজন সাধারণ সদস্য। ব্যাট হাতেও বড্ড ম্লান ক্রেজী কোহলি দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়েছেন ০ রানে। পার্লে বড় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ভারত। ওপেনিংয়ে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের গড়ে দেয়া ৬৩ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে নামা কোহলি ৫ বল মোকাবেলা করে স্পিনর কেশভ মহারাজের বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার শূন্য হাতে আউট হলেন তিনি, স্পিনারের বিপক্ষে প্রথম! ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ২০ বার শূন্য রানে আউটের রেকর্ড গ্রেট শচীন টেন্ডুলকরের দখলে।