ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশে করোনা শনাক্তের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই

প্রকাশিত: ২৩:১৪, ২১ জানুয়ারি ২০২২

দেশে করোনা শনাক্তের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১১ হাজার। একইভাবে বেড়েছে নমুনা সংগ্রহের বিপরীতে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জনের। তবে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন, শনাক্ত ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৭ জন, এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৮৯৮টি, এ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ২৯২টি। এখন পর্যন্ত এক কোটি ২০ লাখ ৭ হাজার ৫৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ দশমিক ৪৭ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭০ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ এবং ৩ জন নারী। মৃত চারজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন। তাদের সবাই সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা মহানগরীতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৭৯ জন। গাজীপুরে আক্রান্ত হয়েছে ১২৯ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪৬৮ জন, ময়মনসিংহে ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৬৬ জন, রংপুর বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগ ২৮৭ জন, বরিশাল বিভাগে ১১৭ জন ও সিলেট বিভাগে ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের হার বৃদ্ধিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদফতর। করোনার ডেলটা ধরনের দাপটে গতবছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণ কমতে থাকে।
×