ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে স্কুলে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:০৪, ১২ জানুয়ারি ২০২২

সাভারে স্কুলে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে একটি স্কুলে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা। মঙ্গলবার সকালে পৌর এলাকার থানা রোডে অবস্থিত সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তির দাবিতে প্রতিষ্ঠানটির সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। অভিভাবকরা জানান, এ স্কুলে ৫ম শ্রেণী পর্যন্ত আমাদের সন্তানরা লেখাপড়া করেছে। এরপর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করার সময় লটারি করা হলে, তাদের ৬১ জন ভর্তি হতে পারেনি। সে কারণে স্কুলে ভর্তির দাবিতে এদিন সকালে তারা বিক্ষোভ করেছে। শিক্ষার্থী দিহানের বাবা দাউদ বলেন, আমাদের দাবি একটাই আমাদের ৬১ সন্তানকে সাভার অধর চন্দ্র হাই স্কুলে ভর্তি করাতে হবে। গতকাল পর্যন্ত বিদ্যালয়ে ভর্তির আশা দিয়ে আমাদের অপেক্ষায় রাখা হয়েছিল। সে কারণে অন্য স্কুলের ভর্তির ফরম নেয়া হয়নি। এখন তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
×