ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

প্রকাশিত: ০১:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনার অন্তত এক ডোজ টিকা গ্রহণের শর্তে আগামী ৫ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর খোলা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রোভোস্ট কমিটির সুপারিশ অনুযায়ী, আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীরা করোনা প্রতিরোধী অন্তত এক ডোজ টিকা নেয়ার সনদ এবং হলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, শুধু তারাই হলে উঠতে পারবেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
×