ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অক্সিজেন সাপোর্টে ২৪ ঘণ্টা পাশে থাকবে গাজীপুর সিটি

প্রকাশিত: ২২:৪৭, ৩ আগস্ট ২০২১

অক্সিজেন সাপোর্টে ২৪ ঘণ্টা পাশে থাকবে গাজীপুর সিটি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২ আগস্ট ॥ গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে প্রতিদিন ৩ শ’ বোতল অক্সিজেন তৈরির ২টি মেশিন আগামী ১ সপ্তাহের মধ্যে বিদেশ থেকে গাজীপুর এসে পৌঁছাবে। আমেরিকার তৈরি এ মেশিন দুটি আনাতে সকল কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে। সোমবার মেয়র জাহাঙ্গীর আলম জনকণ্ঠের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অক্সিজেন উৎপাদন শুরু করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনে প্রতিদিন উৎপাদিত ৩শ’ বোতল অক্সিজেন বিনামূল্যে গাজীপুর সিটি এলাকার হাসপাতালসহ সারাদেশে চাহিবামাত্র পূরণ করার ব্যবস্থা থাকবে। মেয়র হিসেবে গাজীপুর সিটির ৪০ লাখ মানুষের দেখভালের দায়িত্বও এখন আমার ওপর। বিবেকের দায়বদ্ধতা থেকে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন দিয়ে বাঁচাতে এ ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলম আরও বলেন, করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে করোনা রোগীদের অক্সিজেন সঙ্কটে সাপোর্ট দিতে ২৪ ঘণ্টা পাশে থাকবে গাজীপুর সিটি কর্পোরেশন।
×