বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ঢাকাস্থ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য সোমবার বিকেলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ শওকত আলী, মোহাম্মদ জাকের হোছাইন-সদস্য (উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি), পরিষদ সচিব শাহ্ আবদুল তারিক, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, ডিন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি