ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবসরে মারি ওসাকা

প্রকাশিত: ০১:০২, ১৪ এপ্রিল ২০২১

অবসরে মারি ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব টেনিসের সবচেয়ে আলোচিত নাম নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন যিনি। তারই বড় বোন মারি ওসাকা। টেনিসপ্রেমীদের অনেকের কাছেই যিনি হয়ত তেমন পরিচিত নন। টেনিস খেলাটাকে তেমন উপভোগও করতে পারেননি তিনি। যে কারণে মাত্র ২৪ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন মারি ওসাকা। এ ব্যাপারে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৪০ নম্বরে থাকা মারি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘টেনিস খেলা থেকে আমি অবসর নিলাম। এটা এমন একটা সফর ছিল যা আমি উপভোগ করতে পারিনি। তবে ক্রীড়া থেকে যে রকম সমর্থন আমি পেয়েছি এবং যত স্মৃতি এখান থেকে সংগ্রহ করেছি সেজন্য আমি কৃতজ্ঞ।’ বিশ্ব টেনিসে সর্বোচ্চ ২৮০ নম্বরে উন্নীত হয়েছিলেন মারি ওসাকা, ২০১৮ সালে। মহিলা এককে সর্বশেষ কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি জানুয়ারিতে। ২০১৭ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত টোরেয় ওপেনে নাওমি ওসাকার সঙ্গে দ্বৈতে জুটি বেঁধেছিলেন মারি। নাওমি ওসাকা মারি ওসাকার চেয়ে ১৮ মাসের ছোট। নাওমি ওসাকা বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন। ফেব্রুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেন তিনি। ফাইনালে আমেরিকান তারকা জেনিফর ব্যাডিকে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের নজির গড়েন নাওমি ওসাকা। ছোট বোনের এমন ঝলমলে ক্যারিয়ারে অবশ্য বড় বোনের ভূমিকা রয়েছে। গত বছরে নাওমির ম্যানেজারের ভূমিকা পালন করেছিলেন মারি।
×