
* প্রায়ই প্রশ্ন আসে গরুর দুধ কোন বয়স থেকে বাচ্চা খাবে।
* গরুর দুধ উপযোগী গরুর বাচ্চাদের জন্যে। আর সে ভাবেই তৈরি ।
* গরুর দুধের উপাদানে ইলেকট্রোলাইটের লোড অনেক বেশি। যা নবজাতকের কিডনির ওপর অযথা চাপ ফেলে। গরুর দুধের আয়রন কম আহরিত হয় বাচ্চার শরীরে। ফলে অচিরেই বাচ্চা রক্তশূন্যতায়
ভুগতে থাকে।
* তাই ১ বছর বয়সের আগে গরুর দুধ নয়। সবচেয়ে ভাল হয় দেড় বছরের পর গরুর দুধ দেয়া।
* দেড় বছর বয়স থেকে যেকোন ফুলক্রিম মিল্ক। যেমন- ডানো, নিডো , এ্যাংকর, মিল্কভিটা, আড়ং বা প্রতিবেশীর কাছ থেকে সংগৃহীত গরুর দুধ ।
* কতটুকু? একটি বাচ্চা খাবে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মিলি গরুর দুধ।
* অবশ্যই অন্যান্য স্বাভাবিক খাদ্য গ্রহণ চলবে।
ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল
হলি ফ্যামিলি হাসপাতাল
০১৭১৫২৮৫৫৫৯