ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ২৩:৩৯, ৩ মার্চ ২০২১

রাজশাহীতে নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ, নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ অক্ষয় কুমার মৈত্রেয়’র জন্মদিন উপলক্ষে রাজশাহী থিয়েটারের আয়োজনে ছয় দিনব্যাপী ‘৫ম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০২১’ শুরু হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় ভারত ও বাংলাদেশের ৬টি বিখ্যাত নাটক মঞ্চায়িত হবে। উদ্বোধনী দিনে রাজশাহী থিয়েটারের ‘পুত্রহীন’ নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার রাজশাহী সাংস্কৃতিক সংঘের ‘গিরগিটি’ মঞ্চস্থ হয়। ৩ মার্চ রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ‘বাতিঘর’, ৪ মার্চ বগুড়া থিয়েটারের ‘দ্রোহ’, ৫ মার্চ বিবর্তন যশোরের ‘পেজগী’ এবং ৬ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার ‘চম্পাবতী’ নাটক মঞ্চস্থ হবে।
×