ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেলাধুলাই পারে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে ॥ রাসেল

প্রকাশিত: ০০:২৮, ১ মার্চ ২০২১

খেলাধুলাই পারে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে ॥ রাসেল

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ ফেব্রুয়ারি ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, শারীরিকভাবে একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে কিশোর-কিশোরীদের নানা অপরাধ থেকে বিরত রাখতে। আর এ জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। প্রতিমন্ত্রী রাসেল রবিবার রাতে টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে তার ছোট ভাই জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান মতি, কাজী ইলিয়াস আহমেদ, সাইফুল ইসলাম, জাকির হাসান খোকন, রেজাউল করিম, নূরুল ইসলাম নূর, ওসি আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, ফজলুল হক, বিল্লাল হোসেন, নূর মোহাম্মদ শ্যামল, ফিরোজ মোহাম্মদ, শরীফ আহমেদ শামীম, মজিবুর রহমান, আমিনুল ইসলাম, জাহিদুল কবীর আনোয়ার, হুমায়ুন কবির বাপ্পী, সোহল রানা। শহীদ আহসান মাস্টার এমপি স্মৃতি গ্রন্থাগার ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনাল খেলায় আলোর দুয়ার উদ্যোক্তা ও সমাজ কল্যাণ সংঘ জয়লাভ করে। বিজয় বাংলা ফাউন্ডেশন ফাইনাল খেলায় অংশ নেয়। প্রতিমন্ত্রী রাসেল বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির কনিষ্ঠ পুত্র জাবিদ লেখাপড়া খেলাধুলা, রাজনীতি ও সুস্থ সমাজ গঠনে বেঁচে থাকার আগ মুহূর্ত পর্যন্ত সর্বত্র আলো ছড়িয়েছেন।
×