ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিকোর বীরত্বপূর্ণ নৈপুণ্য, তবু ৫-০ গোলে হার বাংলাদেশের

প্রকাশিত: ০০:৫৫, ৫ ডিসেম্বর ২০২০

জিকোর বীরত্বপূর্ণ নৈপুণ্য, তবু ৫-০ গোলে হার বাংলাদেশের

রুমেল খান ॥ লড়াইটা ছিল অসম শক্তির। যাতে অনুমেয়ভাবেই হেরেছে বাংলাদেশ। শুক্রবার রাতে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের এই ম্যাচে ৫-০ গোলে বাংলাদেশকে হারায় স্বাগতিক কাতার। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এই ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ২-০ গোলে। ৫৯ ফিফা র‌্যাঙ্কিংধারী কাতার পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে (তারা আবার এশিয়ার সেরা দলও, এশিয়ান কাপের চ্যাম্পিয়ন) ১৮৪ ফিফা র‌্যাঙ্কিংধারী বাংলাদেশের ওপর। শক্তির নিরিখে যোজন ব্যবধানে এগিয়ে থাকা এমন দলের বিপক্ষে এমন ফল নিয়ে অভিযোগ করার কিছু নেই। বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসাধারণ খেলা দেখে বোঝারই উপায় ছিল না যে এটি ছিল তার মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ! একের পর এক আক্রমণ নস্যাত করেছেন। বাঁচিয়েছেন একাধিক নিশ্চিত গোল। কয়েকবার চোট পেয়েও মাঠ ছাড়েননি। অনেকের মতেই- ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন জিকো। শুক্রবারের এই ম্যাচটি ছিল এশিয়ান কাপ বাছাইয়েরও। বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ‘ই’ গ্রুপে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলে সবার নিচে (৫ ম্যাচে ১ পয়েন্ট)। কাতার আছে সবার ওপরে (৬ ম্যাচে ১৬ পয়েন্ট)। এ পর্যন্ত ৬ বার কাতারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাতার জিতেছে ৫ ম্যাচেই। বাংলাদেশ ড্র করেছে এক ম্যাচে। শুক্রবারের ম্যাচটি দেখতে গ্যালারিতে দেখা গেছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সিলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজকে। জাভি বর্তমানে কাতারের আল-সাদ ক্লাবের কোচ। ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত কাতার। বাংলাদেশের পোস্টের ভেতরে একটি উড়ন্ত ক্রস থেকে হেড করেন ফরোয়ার্ড আহমেদ আলাদিন। তাকে বাধা দিতে সচেষ্ট ছিলেন বাংলাদেশ ডিফেন্ডার তপু রায়হান। আলাদিনের হেডের বল তপুর পায়ের লেগে বাংলাদেশের সাইডপোস্টে লেগে ফিরে আসে। নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় লাল-সবুজ বাহিনী।
×