ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পশুর হাটে ড্রোন উড়লেও নিরাপত্তা ঢিলেঢালা

প্রকাশিত: ২১:৪৬, ২৯ জুলাই ২০২০

চট্টগ্রামে পশুর হাটে ড্রোন উড়লেও নিরাপত্তা ঢিলেঢালা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আর মাত্র ২ দিন বাকি ঈদ-উল-আজহার। গরু বাজারকে ঘিরে পুলিশের নিরাপত্তা বেষ্টনী মুখের বুলিতে প্রখর। আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে পশুর বাজারে ড্রোন ক্যামেরা উড়াচ্ছে পুলিশ। তবে পুলিশী নিয়ন্ত্রণে থাকছে ড্রোন ক্যামেরায়। আতঙ্কে আছে চাঁদাবাজ ও জাল টাকার কারবারিরা। আর পুলিশের টার্গেট অপরাধী দমন ও অপরাধ রোধ। এছাড়াও এই ঈদকে কেন্দ্র করে অপরাধ দমনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ। কিন্তু পশুর বাজারে ক্রেতা-বিক্রেতার আনাগোনা কম থাকায় নিরাপত্তা অনেকটা ঢিলেঢালা। কারণ ড্রোন ক্যামেরা যেমন সারাক্ষণ উড়ছে না তেমনি নিরাপত্তারও কড়াকড়ি নেই। এবার র‌্যাব ও পুলিশের তিন/চার স্তরের নিরাপত্তাও নেই বাড়ি থেকে পশুর হাট পর্যন্ত। অভিযোগ রয়েছে, অন্য বছরগুলোতে ৪/৫টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হতো কিন্তু এবার করোনার কারণে ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে। ঢিলেঢালা রয়েছে কোরবানির পশুর হাটের ব্যবসায়ী ও ক্রেতা তাদের নিরাপত্তা। এছাড়া এবার যাত্রীদের বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে না। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েনের ও প্রয়োজন নেই। কারণ আগে থেকেই দেশের জনগণ নিরাপদ দূরত্ব বজায় রাখছে। এ বিষয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, গত ২০ জুলাই সকালে দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে এক বৈঠক হয়েছে। গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুহাটের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। পশুর বাজার কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবারও চট্টগ্রামের পশুর হাটে ড্রোন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
×