ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমরাডের ভার্চুয়াল সেমিনার

প্রকাশিত: ২৩:৩৩, ২৪ জুলাই ২০২০

বিমরাডের ভার্চুয়াল সেমিনার

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) ২২ জুলাই ‘কোভিড-১৯ মহামারীর ফলে ভারত মহাসাগর অঞ্চলে ভূ-রাজনৈতিক নব দৃশ্যপট বঙ্গোপসাগর এলাকায় তার প্রভাব’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। বিমরাডের চেয়ারম্যান ও নৌবাহিনীর সাবেক প্রধান এ্যাডমিরাল (অব) নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে দক্ষ মেরিটাইম স্কলারবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানসমূহের একাডেমিশিয়ান, সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের বিশিষ্ট গবেষণা ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন। বিমরাডের প্রতিষ্ঠাতা সদস্য রিয়ার এ্যাডমিরাল (অব) এ এস এম এ আওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফতাব আলম খান মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। সেমিনারের থিম বিষয়ে বিশদ আলোকপাত করতে গিয়ে বক্তারা কোভিড-১৯ মহামারীকালে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। সেমিনারে আঞ্চলিক দেশগুলোর ওপর চলমান মহামারীর প্রভাব এবং বাংলাদেশের ভূ-অর্থনৈতিক রোডম্যাপ সংক্রান্ত নানা দিক উঠে আসে। দেড় ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সেমিনারে বক্তারা সমকালীন ভূ-অর্থনৈতিক নতুন মাত্রার কারণে বঙ্গোপসাগর উপকূলে তার প্রভাব এবং বালাদেশের জন্য তা কী পরিবর্তন বয়ে আনতে পারে সেসব নিয়েও মন্তব্য করেন। সেমিনার সঞ্চালনা করেন বিমরাডের মহাপরিচালক কমডোর (অব) কাজী এমদাদুল হক। বিমরাড উপদেষ্টা রিয়ার এ্যাডমিরাল (অব) কাজী সারওয়ার হোসেন সেমিনারের বক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, বিমরাড বাংলাদেশের একমাত্র মেরিটাইম গবেষণা প্রতিষ্ঠান। নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় একটি সেবাধর্মী সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিমরাড জুলাই ২০১৮ সালে যাত্রা শুরু করে। -বিজ্ঞপ্তি
×