ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাবরিনার স্বামী আরিফ কারাগারে

প্রকাশিত: ২২:৩৯, ২০ জুলাই ২০২০

সাবরিনার স্বামী আরিফ কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর ডাঃ সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার ডাঃ সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য আরিফুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। এদিকে তার স্ত্রী ডাঃ সাবরিনার রিমান্ড শেষ হবে আজ। আবারও তাকে রিমান্ডে নেয়া হতে পারে। উল্লেখ্য, গত ২৩ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, আশকোনা ও গুলশান-২-এর কনফিডেন্স টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
×