ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সার্পোট

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ জুলাই ২০২০

কিশোরগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সার্পোট

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বটা যেন স্তব্ধ হয়ে গেছে। কিশোরগঞ্জেও সংক্রমের কঠিন এই সময়ে শুধুই হাহাকারের শব্দ। হতাশা চেপে ধরছে সকলকে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বাঁচার আকুতি যেন মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। ফুসফুসে ইনফেকশন হয়ে অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমন বাস্তবতায় করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে এসেছেন কিশোরগঞ্জের একদল স্বপ্নবাজ মানুষ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় স্বাস্থ্যগত জটিল অসহায় রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাসহ অন্যান্য সার্পোট দিচ্ছেন। মঙ্গলবার সকালে জেলা পাবলিক লাইব্রেরীতে সংবাদ সম্মেলনে উদ্যোক্তা লুৎফুল্লাহ হুসাইন পাভেল, ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’র সমন্বয়ক মোঃ শহীদুল হক লাভলু ও বিনামূল্যে অক্সিজেন সার্পোট কার্যক্রমের সমন্বয়কারী এহতেশামুল হুদা মুনাব্বী বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তারা জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগী স্বাস্থ্যগত জটিলতার কারণে আতঙ্কে বিমর্ষ হয়ে পড়েন। এ সময় তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। সেইসব রোগীদের বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। এ জন্য টেকনিক্যাল সার্পোটের জন্য প্রফেসর ডাঃ খালেকুল ইসলাম ববির নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা এ কার্যক্রম বাস্তবায়নের জন্য কয়েকশ’ স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ ব্যতিক্রমি কাজের বাইরে উদ্যোক্তারা এর আগে গণসচেতনতা তৈরির জন্য ২৫ হাজার লিফলেট বিতরণ করাসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু রোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে সবার প্রশংসা কুড়িয়েছে।
×