ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা

প্রকাশিত: ১৩:৪৪, ১২ জুলাই ২০২০

কুষ্টিয়ায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় বর্তমানে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৯শ’ ৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। কোভিড -১৯ সংক্রমন রোধে কুষ্টিয়া পৌর এলাকা এবং ভেড়ামারা পৌরসভাসহ উপজেলার দুটি ইউনিয়নে সরকার ঘোষিত ‘রেডজোনের’ আওতায় এনে ১৫ দিনের লকডাউন বাস্তবায়ন করা হয়। কিন্তু এর পরও সংক্রমণ যেন থামছেই না। দিন দিন বেড়ে চলেছে রোগীর সংখ্যা। ১৫ দিনের ওই লকডাউন গত ৭ জুলাই প্রত্যাহার করা হয়। এদিকে কয়েক হাজার শ্রমিক-কর্মচারীর কর্মস্থল কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর কারখানাগুলো বর্তমানে করোনা সংক্রমনের হটস্পট বলে এলকায় চাউর রয়েছে। এসব কারখানায় যথাযথ স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। করোনা কন্ট্রোল রুমের তথ্যমতে, কুষ্টিয়া জেলার ছয় উপজেলায় বর্তমানে শনাক্ত রোগী সংখ্যা ৯শ’৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিকে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনা সৃষ্টির অভাবসহ কুষ্টিয়া বিসিক শিল্পনগরীতে চালু শিল্প-কারখানায় কর্মরত ১৩/১৪ হাজার শ্রমিক-কর্মচারী সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা যথাযথ অনুসরণ না করায় সংক্রমণ বাড়ছে বলে জেলার সচেতন নাগরিকরা মনে করেন। বিসিক শিল্পনগরীর ৮/১০টি বড় শিল্প প্রতিষ্ঠান ২৪ ঘন্টা চালু রাখা হলেও কারখানা চত্বরে গঠন করা হয়নি আইসোলেশন সেন্টার কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিক্যাল টিম। ফলে কল-কারখানাগুলোতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় সংক্রমণ ক্রমাগত বাড়ছে। করোনা আক্রান্ত হয়ে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজের হিসাব বিভাগের সহ-ব্যবস্থাপক আলী আহমদ লিটন (৪২) গত ২৯ জুন মারা যান। এছাড়া গত ২ জুলাই স্টোর অফিসার মোঃ ফজলুল হক (৪৫) ও আইটি অফিসার মোঃ আমজাদ হোসেন জুয়েল (৩৮) ৫ জুলাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মারা যান। কুষ্টিয়ার আরটি-পিসিআর ল্যাবরটোরির হিসাবমতে, বিআরবি কেবলস এর ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন ও তুহিনুল আলম, কোয়ালিটি কন্ট্রোল অফিসার আব্দুল জলিল, আইটি বিভাগের এজিএম মাহাফুজ আলী জনি, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, পার্সেস অফিসার কাওসার, হিসাব রক্ষন অফিসার রাসেল, হিসাব রক্ষন অফিসার সালাউদ্দিন, সিনিয়র এপিআরও কামরুজ্জামান, হেলপার শারমিন খাতুন, রেজাউল, হিসাব রক্ষক মজিদ, হিসাব রক্ষক গৌতম, শ্রমিক আশরাফুল ও কার্পেন্টার মাসুদ রানা করোনা পজিটিভ হন। জানা গেছে, কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর কল-কারখানায় কর্মরত শতকরা ২০/৩০ ভাগ শ্রমিক-কর্মচারীর রয়েছে করোনা উপসর্গ। চাকরী ঠেকাতে এসব শ্রমিক-কর্মচারীরা করোনা উপসর্গ নিয়েই কারখানায় কর্মরত থাকায় তাদের অনেকের মধ্যে বিরাজ করছে চাপা অসন্তোষ। সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা উপেক্ষিত হওয়ায় সংক্রমণ ক্রমাগত বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা জানান। এছাড়া উদ্বেগজনকহারে সংক্রমণ ছড়িয়ে পড়ায় জেলাবাসীর মধ্যেও বিরাজ করছে করোনা ভীতি। এদিকে অরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা ও কর্মচারী মৃত্যু ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক পলান বিশ্বাস বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শ্রমিক-কর্মচারীর সুরক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ মৃতদের কর্মচারীদের ক্ষতিপূরণ দাবি করা হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এএইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জনসচেতনার অভাবসহ সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা না মানার কারণে জেলায় করোনা সংক্রমন ঠেকানো যাচ্ছে না। সংক্রমনরোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারী নির্দেশনা মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিক-কর্মচারীরা কারখানায় কাজ করছেন। এছাড়া আক্রান্তরা যথানিয়মে ‘হোম আইসোলেশনে’ রয়েছেন বলে তিনি দাবি করেন।
×