ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজস্ব ঘাটতিতেও রেকর্ড

প্রকাশিত: ১৯:৪৫, ৮ জুলাই ২০২০

রাজস্ব ঘাটতিতেও রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক হিসাব অনুযায়ী ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫০০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ১৫ হাজার কোটি টাকা। এটি ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ৮ হাজার ৪৯২ কোটি টাকা কম। ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি টাকা। সে হিসেব এবার রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৯ শতাংশ। জানা গেছে, স্বাধীনতার পর ১৯৭৫-৭৬ অর্থবছরের রাজস্ব আদায়ের নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল। এরপর সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয়ের তিন খাতের মধ্যে ভ্যাট থেকে ৮১ হাজার ৬০০ কোটি টাকা, আয়কর থেকে ৭৩ হাজার ২০০ কোটি টাকা এবং কাস্টম থেকে ৬০ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ভ্যাট থেকে ৮৭ হাজার ৬১০ কোটি টাকা, আয়কর থেকে ৭২ হাজার ৯০০ কোটি টাকা এবং শুল্ক আদায় হয়েছিল ৬৩ হাজার ৩৮২ কোটি টাকা। এনবিআরর সূত্র জানিয়েছে এটি সাময়িক হিসাব। আগামী দুএক দিনের মধ্যে রাজস্ব আদায়ের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে।
×