ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্রের চরে অসহায়দের পাশে ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন

প্রকাশিত: ১২:০৬, ২২ মে ২০২০

ব্রহ্মপুত্রের চরে অসহায়দের পাশে ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাড়িঁয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন চরে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক দুস্থ পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। এছাড়া চরের এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে নতুন জামা কাপড়ও বিতরণ করে। এর আগে করোনা মহামারীর শুরু থেকেই নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করে আসছে এই অলাভজনক সংগঠনটি। ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুমায়ৃন কবির জানান, কোভিড-১৯ এর কারণে সবাই দুর্যোগের শিকার। করোনা দূর্গতদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করলেও নদী বেষ্টিত এসব চরাঞ্চলে সেসব সাহায্য সহযোগিতার খুব কমই এসে পৌঁছায়। তাই আমরা চেষ্টা করছি এসব দুর্গম চরাঞ্চল গুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে।
×