ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইতিহাসের শরীর জুড়ে নাম যাঁর

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মার্চ ২০২০

ইতিহাসের শরীর জুড়ে নাম যাঁর

একুশ যখন ভোর হয় তুমিহীন মিছিল বেদনায় নতজানু হয়- একুশ যখন ভোর হয় বুকের চাতাল ভেঙ্গে উচ্চারিত প্রিয় নাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান, একুশ যখন ভোর হয় শিশির কণায় সুরে সুরে বাজে একটি নাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান- ‘৭১ থেকে ‘৭১ ইতিহাসে জড়িয়ে যাঁর নাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান। শুধু কেবল সাঁতরে সাঁতরে যাওয়া পান্না কায়সার বেলা অবেলায় জড়িয়ে আছো প্রকৃতির মতো অথচ কিছুই দিতে পারিনি তোমাকে স্রোত সমেত নদী মেঘ সমেত আকাশ কিছুই দিতে পারিনি তোমাকে শিউলি সুগন্ধে ভরা ছিল না শরীর বুকের ভেতর রক্ত জবার রঙে রাঙাতে পারিনি তুমি-ই-দিয়েছো জলপ্রপাত সুগন্ধি বৃষ্টি ফুসফস সমেত ভালবাসা দিয়েছিলে শ্যামলে সুনীলে লাবণ্য দিয়েছিলে মুঠো ভরে মেঘ দিয়েছিলে বৈশাখে আমের মুকুল জোছনা রাতে সুবাশ দিয়েছিলে আরও কত কী... তোমাকে কিছুই দিতে পারিনি বেঁচে থাকা তোমার ভালবাসার সাগরে সাঁতরে আমাকে একটু সময় দাও আরেক জনমে সব শোধ করে দেবো।
×