ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসে অলিম্পিক আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ!

প্রকাশিত: ০৮:৩৮, ৩০ জানুয়ারি ২০২০

 করোনা ভাইরাসে অলিম্পিক আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ!

স্পোর্টস রিপোর্টার ॥ চীনে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ১৬টি দেশে। তাই অলিম্পিককে সামনে রেখে এ ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন আয়োজক জাপান। এদিকে অলিম্পিক আয়োজন নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওয়ের গভর্নর ইউরিকো কোইক। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে চীনে অনুষ্ঠেয় আলপাইন স্কিং বিশ্বকাপ, বাতিল ঘোষণা করেছে আন্তর্জাতিক স্কিং ফেডারেশন। যতই দিন যাচ্ছে ততই যেনো বাড়ছে চীনে মহামারি আকার ধারণ করা, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ। যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। শুধু চীন নয়, চীনের বাইরেও একের এক পর দেশে শনাক্ত হচ্ছে ভাইরাসটি। করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে। এদিকে নিজ দেশের নাগরিকদের চীনের উহানসহ দেশটির বিভিন্ন শহর থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টোকিওয়ের গভর্নর ইউরিকো কোইক। কারণ চলতি বছরের ২২ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। এবার অলিম্পিকের মতো বড় আসর আয়োজন নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওয়ের গভর্নর ইউরিকো কোইক। টোকিও গভর্নর ইউরিকো কোইক বলেন, দেখুন, অলিম্পিক শুরু হতে এখনও ১৭৭ দিন বাকি। যদিও আমাদের প্রস্তুতির সঙ্গে নতুন করে করোনা ভাইরাসকেও গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে। গেমস ভিলেজে ৬২ পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আশা করছি সবার সহযোগিতায় আমরা করোনা ভাইরাস মোকাবিলা করতে সক্ষম হব। এদিকে করোনা ভাইরাসের কারণে চীনে অনুষ্ঠেয় আলপাইন স্কিং বিশ্বকাপ বাতিল ঘোষণা করা করেছে আন্তর্জাতিক স্কি ফেডারেশন। সূচি অনুযায়ী সুপার জি সিরিজের স্কিং শুরু হওয়ার কথা ছিল এ বছরের ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। এ বছর না হলেও আগামী ২০২২ সালের স্কিং বিশ্বকাপ চীনের ইয়াংগুন শহরে অনুষ্ঠিত হবে।
×