ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পা পিছলে পড়ে গেলেন মোদি

প্রকাশিত: ১২:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৯

পা পিছলে পড়ে গেলেন  মোদি

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের উত্তরপ্রদেশের একটি ঘাট পরিদর্শনের সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আচমকা পা পিছলে পড়ে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কানপুরে গঙ্গার অটল ঘাটে হুমড়ি খেয়ে পড়েন তিনি। মুহূর্তেই নিরাপত্তাকর্মীরা তাকে সামলে নেন। সরকারী সূত্র জানিয়েছে, এতে বিশেষ চোট লাগেনি তার। খবর ওয়েবসাইটের। শনিবার ‘নমামী গঙ্গে প্রকল্প’ ও গঙ্গা সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত ও বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল। এরপরে তারা গঙ্গা বিহারে বের হন। সেখান থেকে এসে গঙ্গার ঘাট দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আচমকা পড়ে যান তিনি। সরকারী কর্মকর্তা জানিয়েছেন, তার বিশেষ চোট লাগেনি। তবে যেভাবে তিনি সিঁড়িতে পা আটকে পড়ে গেছেন তাতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। যদিও পাশে থাকা নিরাপত্তারক্ষী কর্মকর্তাই তাকে সামলে নিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতেও দেখা যায়, সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পা পিছলে মাটিতে পড়ে গেছেন মোদি।
×